স্নায়ু ধরে রাখতে পারলেই এবার ট্রফি উঠবে বাংলাদেশের ঘরে।

Spread the love

নাগরিক ডেস্ক: প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে ওঠে রীতিমতো চমকে দেয়া খেলা খেলছে জুনিয়র টাইগাররা। ক্ষুদে বাঘদের বোলিং চাপে হাঁসফাঁস করছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। টসে হেরে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ৩৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে ভারতীয় যুবারা। খুব অস্বাভাবিক কিছু না ঘটলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াবে ২২০ থেকে ২৩০ এর আশেপাশে। উইকেটে আছেন ভারতীয় ওপেনার জয়সওয়াল ৭০* এবং জুরেল ৭* রান নিয়ে। অবস্থাদৃষ্টে বলা যায়, শুধু স্নায়ু ধরে রাখতে পারলেই এবার ট্রফি উঠবে বাংলাদেশের ঘরে।

উল্লেখ্য, সিনিয়র এবং জুনিয়র দল মিলিয়ে এটাই প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। ভারত শক্তিশালী দল হলেও বাড়তি দুশ্চিন্তা নেই বাংলাদেশ শিবিরে। পুরো টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশ দল নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলে যাবে। ম্যাচের আগের দিন শনিবার অধিনায়ক আকবর আলী প্রত্যয়ী কণ্ঠে বলেছিলেন, মাঠে পরিকল্পনার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ তার দল। আকবরের ভাষায়, ‘ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং দুই বিভাগই খুব ভালো। টুর্নামেন্টে তারা অপরাজিত, আমরাও। আশা করছি, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা তাদের নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *