প্রত্যাশা আর প্রাপ্তির সেতুবন্ধন ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব

Spread the love

সৈয়দ জুয়েল: ধীরে ধীরে এগোচ্ছে আইরিশ ক্রিকেট। আইরিশদের সাথে এক হয়ে বাংলাদেশী আইরিশরাও এই এগিয়ে যাওয়ার গল্পে অংশীদার হয়ে কাজ করছে ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব। শুরুটা হয়েছিলো ২০১৫ সালের দিকে চুন্নু মাতুব্বর, জেনিথ ইগান, সাইফুজ্জামান খাঁন, খুরশীদ আনোয়ার, আবুল স্বপনকে নিয়ে ক্লাবটি করা হয়। আইরিশদের পাশাপাশি বাংলাদেশীদের সুযোগ দেয়াই মূল লক্ষ্য। এতে তারা সফলও হয়েছেন। বেশ কিছু বাংলাদেশী উদীয়মান ক্রিকেটার তৈরী হচ্ছেন এখানে।

বয়স ভিত্তিক লীগ থেকে শুরু করে টি টুয়েন্টিরও টূর্নামেন্ট সফল ভাবে করছে। ইতিমধ্যে আইরিশ ক্রিকেট বোর্ডেরও নজর কেড়েছেন ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব। গতকাল ছিল ক্লাবটির ফান্ড রাইজিং। ক্লাবটির আধুনিকায়নে স্বতস্ফুর্ত ভাবে হাত বাড়িয়ে দিয়েছেন উপস্থিত দর্শকরা। পাশাপাশি আইরিশ ক্রিকেট বোর্ডের কাছ থেকেও পেয়েছেন ২১০০০(একুশ হাজার ইউরো)। আছে নিজস্ব তহবিলও।

ক্লাবটির সভাপতি চুন্নু মাতুব্বর জানালেন- এ বছরের ভিতর এ কাজ শেষ করবেন। এতে করে জোগ হবে আধুনিক অনেক সুযোগ সুবিধা, পাশাপাশি খেলোয়াররা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এ ধরনের সুবিধা গুলো মানসিকভাবে শক্তিশালী করবে বলে যানান তিনি।

মো: আবুল হোসেন স্বপনের পরিচালনায় উপস্থিত ছিলেন-ডি,কে, কেসেরলি (মেয়র- সাউথ ডাবলিন)। চুন্নু মাতুব্বর-সভাপতি ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব, মাইকেল লুই-(ওপেন ক্রিকেট কম্পিটিশন চেয়ারপার্সন), ইসাবেলা জয়েসী(ক্রিকেট লেইনস্টার চেয়ারপার্সন), ডেলিস ডকরেল,তারেক সালাউদ্দিন,কেনেথ ইগান(কাউন্সিলর) প্রমুখ। বক্তারা ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা থেকে শুরু করে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
ডাবলিনের এরোমা স্পাইসে ফান্ড রাইজিংয়ের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাহিদ মোমিন চৌধুরী, সৈয়দ মুস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, হামিদ নাসির, টিটু খন্দকার, মো: মোস্তফা, আবুল হোসেন স্বপন সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে রাতের খাবারের আয়োজনে একে অপরের প্রতি কুশলাদি বিনিময়ে এক মিলন মেলায় রুপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *