আবাই’র ২৭ পদেই সরাসরি নির্বাচন

Spread the love

সৈয়দ জুয়েল: অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর এক গুরত্বপূর্ন বৈঠক গতকাল ডাবলিনের এরোমা স্পাইসে অনুষ্ঠিত হয়েছে। ভোটার রেজিষ্ট্রেশনে উদ্বুদ্ধ, সরাসরি নির্বাচন কয়টি পদে হবে, মূলতঃ এ দুটি বিষয়ের উপরেই আলোচনা করা হয়।

আয়ারল্যান্ডে আট থেকে নয় হাজারের মত বাংলাদেশীদের বসবাস। অথচ ভোটার রেজিস্ট্রেশন হয়েছে প্রায় এক হাজারের মত। আবাইর ভোটার রেজিষ্ট্রেশনে আগ্রহ কম থাকার কারন বেশ কয়েক। নয় বছর আগে (আবাই) যখন গঠন হয়েছিলো উৎসাহ উদ্দীপনার কোন কমতি ছিলনা, ভোটার রেজিস্ট্রেশনও হয়েছিল বেশ। নয় বছর পরে চিত্রটা পাল্টে যাওয়ায়, বিশেষ করে ভোটার রেজিষ্ট্রেশনে লোকজনের আগ্রহ নীচের দিকে। অন লাইন রেজিস্ট্রেশনের পদ্ধতি অনেক ভোটাররা জানলেও তারা ইচ্ছে করেই করেননা, আবার কিছু লোক তারা অন লাইন ব্যাবহার জানেন না।
দূর্বল ওয়েবসাইট তৈরীকেও অনেকে দায়ী করছেন। আবার অতীতের নয় বছরে আবাই সকল বাংলাদেশীদের সম্পৃক্ততার কাজে সফল হতে পারননি, এটাও একটা বড় কারন হতে পারে। তবে অতীত ভূলে কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিদেশের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতির ধরাকে তুলে ধরতে হলে একটি শক্তিশালী আবাইর বিকল্প অন্য কিছুতে নেই। প্রধান নির্বাচন কমিশনার আজাদ তালুকদার (কাউন্সিলর) বলেন- সব ধরনের জটিলতা কাটিয়ে একটা সুন্দর সফল নির্বাচন করার জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

ভোটার রেজিষ্ট্রেশনে উদ্বুদ্ধ করতে ও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২৭ টি পদেই সরাসরি নির্বাচনের ঘোষনা দিয়ে আজাদ তালুকদার বলেন- এ থেকে আমাদের ভোটার সংখ্যা বেড়ে যাবে। নির্বাচনী আমেজও আসবে। এদিকে আগামী ১২ই মার্চ পর্যন্ত ভোটার রেজিষ্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। তারপরেই নির্বাচনী তফসিল ঘোষনা করা হবে।

সভায় অন্যান্যর মাঝে আরো বক্তব্য রাখেন-মোঃ মোস্তফা, সৈয়দ মুস্তাফিজুর রহমান, শাহীন রেজা, শামসুল হক, জাহিদ মোমিন চৌধুরী, তাউজ, মনির, মামুন, হামিদ নাসির, চুন্নু মাতুব্বর, জাকির হোসেন আব্দুর রহিম ভূইঁয়া, আব্দুর রহমান, মো: মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *