হে বসন্ত তোমায় স্বাগতম

Spread the love

সম্পাদকীয়: আজ ঋতুরাজ বসন্তের আগমণ দিন। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে। সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। আজ পহেলা ফাল্গুন।

মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন । নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তখন অবশ্য ঋতুর নাম এবং উৎসবের ধরনটা এখনকার মতো ছিল না। তাই পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠার সময় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তা। সে ঐতিহ্যের ইতিহাসকে ধরে রাখতে পারলেই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম ছড়িয়ে দিতে পারবে বাঙালি চেতনাকে।

ডেইলি নাগরিক ডট কম পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশে যে যেখানে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই ভাল থাকবেন। সুস্থ্য থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *