চীন থেকে আরও ১৭১ জনকে আনার প্রক্রিয়া চলছে : পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

নাগরিক ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে চীন থেকে ফিরতে ইচ্ছুক আরও ১৭১ জনকে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন থেকে ফিরতে ইচ্ছুক আরও ১৭১ জনকে আনার প্রক্রিয়া চলছে।’ যদিও এর আগে মন্ত্রী জানিয়েছিলেন, দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিজ খরচে দেশে আসতে হবে।

চীনকে সহযোগিতার কথা জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় চীনকে সকল ধরনের সহায়তা করা হবে। করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ কিছু প্রয়োজনীয় জিনিস বাংলাদেশ থেকে চীনে পাঠানো হবে।’

এ সময় করোনাভাইরাস শনাক্তে দুই দিনের মধ্যে বাংলাদেশকে ৫০০ শত কিট দেওয়া হবে বলে জানান চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *