সুরের ঝংকারে কাঁপলো গলওয়ের বোট ক্লাব

Spread the love

সৈয়দ জুয়েল: সাব্বীর এলাহী, আয়ারল্যান্ডে একমাত্র শিল্পী, যার গান চর্চা থেকে সাউন্ড ইন্জিনিয়ারিং এর কাজের নিঁখুত অভিজ্ঞতা তার শিল্পী সত্তার প্রতিভাকে বাড়িয়ে দিয়েছে বহুগুন। বেশ অনেক বছর গানের জগত ছেড়ে ব্যাক্তিগত কারনে দূরে থাকলেও এখন সে নিয়মিত।

আয়ারল্যান্ডে বসবাসরত সঙ্গীত প্রেমীদের জন্য তার এ নিয়মিত গানে বাঙ্গালীদের সঙ্গীত পিপাসুদের কিছুটা হলেও তৃষ্ণা নিবারন হবে। গতকাল বরিশালের আয়োজনে গলওয়ের কমার্শিয়াল বোট ক্লাবে তার সুরের সুনাম করেছেন উপস্থিত দর্শকরা। এছারাও স্থানীয় শিল্পী সুজন মাহফুজ,ওয়াটারফোর্ড থেকে আগত রতœা কবীরের গানেও মুখরিত ছিল পুরোটা সময়।

সবসময় গানের চর্চা না করলেও কন্ঠে মাদকতা ছিল জাহিদ মোমিন চৌধুরীর কন্ঠেও। উপস্থিত দর্শকরা তার কন্ঠের সাথে সুর মিলিয়েছেন উচ্ছাসিত ভাবে। সব মিলিয়ে এক সুরের মূর্ছনায় ভাসলো বৃহত্তর বরিশাল ও বন্ধু পরিবারের প্রতিটি মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *