ভোলায় লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল

Spread the love

আকতারুল ইসলাম আকাশ, ভোলা সংবাদদাতা: চলচ্চিত্র জগতে দুর্দিন শুরু হয়েছে অনেক আগেই। এখন দেশীয় ছবির টানে সিনেমা হলে ভিড় দেখা যায় না। ব্যবসায় সফল সিনেমার তালিকাতেও ভাটা পড়েছে। এই পরিস্থিতি দেশব্যাপী থাকা সিনেমা হল বা
প্রেক্ষাগ্রহগুলো লোকসানের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মুখ থুবড়ে পড়ছে চলচ্চিত্র জগৎ।

একসময় ভোলা সদর জুড়ে সিনেমা হল ছিলো ২৪টি। বর্তমানে রয়েছে ৫টি। লোকসানের কারণে গত ১০ বছরে বন্ধ হয়ে গেছে ১৯টি সিনেমা হল। দর্শক চাহিদা পূরণ করে সিনেমা প্রদর্শন না হওয়ায় লোকসানের কারণেই ভোলায় বিগত ১০ বছরে ১৯টি সিনেমা
হল বন্ধ হয়ে গেছে ।

জানাগেছে, দেশজুড়ে মোট ১ হাজার ৪৩৫টি প্রেক্ষাগৃহের মধ্যে বন্ধ হতে হতে এতদিন পর্যন্ত টিকে ছিল ১৭২টি। সেখান থেকে কিছুমাস আগে রাজমণি-রাজিয়াও বাদ পড়েছে। তাই বর্তমানে দেশে সচল প্রেক্ষাগৃহের সংখ্যা মাত্র ১৭০টি।

বর্তমানে চলচ্চিত্র তৈরির কাজ অব্যাহত থাকলেও সাধারণের তেমন আগ্রহ দেখা যায় না। তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে দেশি-বিদেশি চলচ্চিত্র পাওয়ায় সিনেমা হলের ওপর নির্ভরশীলতা কমছে। ভালো সিনেমা এবং জনগণের আগ্রহ কমে যাওয়াই সিনেমা হল বন্ধের মূল কারণ বলে জানান শহরের রূপসী সিনেমা হলের মালিক কচি মিয়া৷

কচি মিয়া আরও জানান, কয়েকমাস আগে এফডিসি থেকে লোকজন এসে ভোলার সিনেমা হলগুলো পরিদর্শন করে গিয়েছেন। সরকারী অনুদানের পাশাপাশি প্রতিমাসে ভালো সিনেমা তৈরি হলে সিনেমামুখি হবে দর্শক এমনটাই প্রত্যাশা করছেন
তিনি।

শহড়ের রূপসী সিনেমা হলের ম্যানেজার দুলাল জানান সামনের ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুই ঈদ কাটিয়ে ওই সিনেমা হলটিও বন্ধ হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *