মিথ্যা ছিনতাই মামলা দায়ের করে ফাঁসলেন অভিযোগকারী

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা ছিনতাই মামলা করে ফেঁসে গেলেন মামলার বাদী পান্নু মোল্লা। ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে মারামারির ঘটনা ভিন্নখাতে নিতে দেড় লাখ টাকা ছিনতাইয়ের মিথ্য মামলা করা হয়েছে। বরিশাল বিমানবন্দর থানা পুলিশ পান্নু মোল্লাকে গ্রেফতার করেছে। তিনি বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের হরিণাফুলিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. খাইরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, মারধর করে দেড়লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে পান্নু মোল্লা গত বুধবার বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল সাড়ে ৮টায় গরু কিনতে বাড়ি থেকে রওনা হলে হরিণাফুলিয়ার খানবাড়ি পুল এলাকায় মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাকে মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। মাসুম নামক এক ছিনতাইকারীকে তিনি চিনতে পেরেছেন। যিনি অদুরে কটুরাকাঠী এলাকার একজন মুদি ব্যবসায়ী।
উপ কমিশনার জানান, অভিযোগের ভিত্তিতে মাসুমকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, তার খালাত ভাই শাহাদত অটোরিক্সা চালক। প্রায় ১৫ দিন আগে যাত্রী ভাড়া নিয়ে বিরোধের জেরে পান্নু মোল্লা শাহদতকে মারধর করেছে। মাসুমের কাছে নালিশ দেয়া হলে তিনি শাহদতকে সঙ্গে নিয়ে পান্নু মোল্লার বাড়িতে যান তাকে জিজ্ঞাসাবাদ করতে। এসময় পান্নু মোল্লা আবারও দুজনকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বুধবার সকালে পান্নু মোল্লাকে মারধর করেছে মাসুম ও তার সহযোগীরা। এ ঘটনাটি পুজি করে টাকা ছিনতাইয়ের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরে পান্নু মোল্লাকে ছিনতাইয়ের দেড় লাখ টাকার উৎস্য জানতে চাওয়া হলে তিনি মিথ্যা মামলা করার কথা স্বীকার করেন।
উপ কমিশনার খাইরুল আনাম জানান, যেহেতু মারামারি হয়েছে এবং মিথ্যা মামলা দায়েরের কথা স্বীকার করেছে পান্নু মোল্লা, তাই উভয়ের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *