উদ্ধার হলো নববধূ সুইটির লাশ, এনিয়ে ৯জনে লাশ পাওয়া গেল

Spread the love

নাগরিক ডেস্ক : অবশেষে সোমবার ভোরে নদীতে ভেসে উঠলো নববধূ সুইটির মরদেহ। রাজশাহীর শাহাপুর ঘাটে সোমবার ভোরে লাশটি ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে। এনিয়ে রাজশাহীর শ্রীরামপুরে নৌকাডুবির ঘটনায় ৯জনের লাশ উদ্ধার হলো। গত শুক্রবার সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় বরযাত্রীবাহী দুটি নৌকা ডুবে যায়। দুটি নৌকায় ৪১ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে বালুবাহী একটি নৌকায় সাঁতরে অন্তত ৩৩ জন উঠতে পারলেও ৮জন নিখোঁজ হয়। এদের মধ্যে অসুস্থ অবস্থায় ৭জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশু মরিয়মকে (৬) মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিখোঁজ ৮জনের মধ্যে গত শনিবার ও রোববার ৭ জনের লাশ উদ্ধার করা হয়। শুধুমাত্র নববধূর লাশটিই নিখোঁজ রয়ে যায়। সোমবার ভোরে নৌকাডুবির ঘটনাস্থলের অন্তত ১০ কিলোমিটার দুরে শাহাপুর ঘাট এলাকার পদ্মানদীতে সুইটির লাশ টি ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে।

উদ্ধার ও অনুসন্ধান দলের সমন্বয়কারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, ভোর সাড়ে ৬ টার দিকে সুইটির লাশটি জেলেদের জালে ধরা পড়ে। এই লাশটি উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ সবার লাশই পাওয়া গেলো। এনিয়ে নৌকাডুবির ঘটনার ৯ জনের মৃত্যু হলো। নিহত অন্য ৮জন হলেন, কনে সুইটির বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাঁদের মেয়ে মরিয়ম খাতুন (৬), চাচা শামীম হোসেন (৩৫), চাচি শামীমের স্ত্রী মনি খাতুন (৩০), চাচাতো বোন মদিনা ওরফে রশ্মি (৮) ও খালাতো ভাই এখলাস আলী (২২) , ফুপাতো বোন রুবাইয়া (১২) ও খালা আখি (২২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *