অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ হোটেল মালিককে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে বরিশাল নগরের চরকাউয়া খেয়াঘাট এলাকায় চারটি খাবার হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযুক্ত হোটেলগুলো হচ্ছে- খেয়াঘাট এলাকার মা হোটেল, আব্দুর রাজ্জাক হোটেল, মায়ের দোয়া হোটেল ও আল্লাহর দান বিরিয়ানি হাউস। এ প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক মালিককে তিন হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যের সঙ্গে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অভিযোগে হোটেল মালিকদের অর্থদন্ড করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারেনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম ও কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *