বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও খবরে। বিয়ের এক বছরের মধ্যেই মা হতে চলেছেন— এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার নিজেই মুখ খুলে সে সব জল্পনায় জল ঢেলেছেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।
সরাসরি অন্তঃসত্ত্বা হওয়ার খবর উড়িয়ে দিয়ে সোনাক্ষী বলেন, “মানুষের নাক গলানো বন্ধের পথ আমি পেয়ে গেছি।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “যখন আমার কোনো কাজ থাকে না, তখন আমি খুব আনন্দে থাকি। শান্তিতে থাকি। আবার যখন কাজ থাকে, তখন চাপ থাকে, সেটা আমি নিজের মতো করে সামলাই।”
তিনি আরও যোগ করেন, “আপনি কী করছেন, তাতে কারো কিছু যায় আসে না। মানুষ যা খুশি তাই বলবে। আমি সাদা রঙের পোশাক পরলেও অনেকে বলবে সেটা কালো। কেউ না কেউ আপনাকে চ্যালেঞ্জ করবেই। তাই নিজের ছন্দে জীবন কাটান। ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামাবেন না।”
২০২৪ সালের ২৩ জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। ভিন্ন ধর্মে এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। হিন্দু পরিবারে বড় হওয়া সোনাক্ষীর মুসলিম পরিবারে বিয়ে নিয়েও তাকে কম ট্রোলিংয়ের মুখে পড়তে হয়নি।
তবে বরাবরের মতো ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের কাজ আর বিশ্বাসে অটল থেকেছেন সোনাক্ষী। নতুন জীবনের এক বছর পার করেও মাতৃত্ব নয়, আপাতত নিজের শান্তি আর কাজ নিয়েই ভাবছেন এই বলিউড অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের জবাবে তার এই সহজ অথচ দৃঢ় জবাব প্রশংসা কুড়াচ্ছে অনুরাগীদের কাছ থেকে।