বাকেরগঞ্জের তিন ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, ভাইরাল ভিডিওতে ফাঁস দুর্নীতির চিত্র

Spread the love

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিসের একাধিক কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঘুষ লেনদেনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে।

ঘুষ গ্রহণের ভিডিও নিয়ে কথা হলে বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, “ঘুষগ্রহণে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিষয়ে আমার নীতি জিরো টলারেন্স।”

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে উপজেলার চরামদ্দী, দাড়িয়াল ও চন্দ্রমোহন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরতদের ঘুষ নেওয়ার চিত্র দেখা যায়। অভিযোগ রয়েছে, দাড়িয়াল ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা নুরুন্নাহার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সেখানে কর্মচারীরা নিজেদের সহকারী কর্মকর্তা পরিচয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে অফিস সহায়ক হেলাল উদ্দিন ও রিয়াজ সেবাগ্রহীতাদের কাছ থেকে কাজের ধরণ অনুযায়ী ঘুষ আদায় করছেন।

উত্তর কাজলাকাঠি গ্রামের বাসিন্দা আনসার আলী হাওলাদার জানান, “দুইটি জমি রেকর্ড বাবদ প্রথমে ৯ হাজার টাকা দাবি করা হয়, পরে রিয়াজের মাধ্যমে ৬ হাজার টাকায় কাজটি করাই। তবে হেলাল বেশি টাকা দাবি করে, তাই তার মাধ্যমে আর কাজ করব না।”

অন্যদিকে, চরামদ্দী ভূমি অফিসে গিয়ে দেখা যায়, দালাল আরিফ নিজস্ব ল্যাপটপ নিয়ে জমা-খারিজের কাজ করছেন। অভিযোগ রয়েছে, ভূমি সহকারী কর্মকর্তার প্রশ্রয়ে এসব অপকর্ম চলছে। আরিফ সাংবাদিকদের বলেন, “আপনারা চাইলে আমি আর কাজ করব না। পত্রিকায় আমার নামে কিছু লিখে দয়া করে ক্ষতি করবেন না।”

চন্দ্রমোহন ইউনিয়নে লুঙ্গি পরিহিত কর্মচারী আব্দুর রহিমকে সরাসরি ঘুষ নিতে দেখা যায়।

ভূমি অফিসে এসব দুর্নীতির ঘটনায় সাধারণ সেবাগ্রহীতারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।