উপদেশ দিতে পারেন, নিতে পারেন না: ক্যাটরিনাকে নিয়ে ভিকির খোলামেলা স্বীকারোক্তি

Spread the love

উপদেশ এমন এক জিনিস—যা সবাই দিতে ভালোবাসে, কিন্তু নিতে চায় না। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও কথাটা যেন হুবহু মিলে যায়। এই গোপন স্বভাব প্রকাশ করেছেন স্বামী ও বলিউড অভিনেতা ভিকি কৌশল নিজেই।

সম্প্রতি ভিকির অভিনয় ক্যারিয়ারের এক দশক পূর্ণ হয়েছে। অন্যদিকে কারিনা কাপুর খান উদযাপন করছেন তাঁর ২৫ বছরের অভিনয়জীবন। এই দুই তারকাকে নিয়ে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া এক বিশেষ সাক্ষাৎকার আয়োজন করে। সেখানেই ভিকি জানান, ক্যাটরিনা যেমন অকপটে মতামত দিতে ভালোবাসেন, তেমনি নিজে উপদেশ শুনতে একেবারেই নারাজ।

ভিকি বলেন, “ক্যাটরিনা খুব সৎ এবং স্পষ্টভাষী। যখন ও কোনো ছবি দেখে, খুব খোলামেলাভাবে বলে—কী ভালো হয়েছে, কী আরও ভালো হতে পারত। এটা আমার ভালোই লাগে। ও জানে, একটা সিনেমার পেছনে কত মানুষের পরিশ্রম থাকে, তাই সমালোচনাও ভারসাম্য রেখে করে।”

তবে এখানেই থেমে থাকেননি ভিকি। হেসে বলেন, “উনি নিজে উপদেশ দিতে ভালোবাসেন, কিন্তু উপদেশ নিতে একটুও পছন্দ করেন না।”

ভিকির এমন মন্তব্য শুনে পাশে বসা কারিনা খান হেসে বলেন, “সাইফও যদি এমন প্রতিক্রিয়া দিত, ভালো লাগত!”

প্রসঙ্গত, ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। এরপর থেকে নতুন কোনো ছবিতে তাঁকে দেখা যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অভিনেত্রী বর্তমানে বেশ কিছু বড় প্রজেক্টে কাজ করছেন। শিগগিরই আবার বড় পর্দায় ফিরছেন তিনি, এবং তা হতে পারে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী প্রত্যাবর্তন।