জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুতেই

Spread the love

বাংলাদেশে আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে এই বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে, যা পূর্ববর্তী সরকার নষ্ট করে ফেলেছিল।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ফোনালাপটি ছিল ১৫ মিনিটের এবং এটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক ছিল। আলাপের সময় মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও আসন্ন নির্বাচনের উদ্যোগকে সমর্থন জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য, শুল্কনীতি, রোহিঙ্গা সংকট, নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ও রেমিট্যান্সের শীর্ষ উৎস।

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক ব্যবস্থা স্থগিত রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও ফোনালাপে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে আসছে এবং বর্তমানে প্রত্যাবাসনের সম্ভাবনা আগের চেয়ে বেশি উজ্জ্বল।

অবশেষে, প্রধান উপদেষ্টা মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন, “এই সফর তরুণদের অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে।”