এ দেশের জনগণের ওপর যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে আবার জুলুমতন্ত্র চাপিয়ে দেওয়া যাবে না”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, “জনগণ ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে বলেই আজ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন।”
মঙ্গলবার বরিশাল মহানগর জামায়াত আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে শহীদ, আহত ও পঙ্গুদের জন্য আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট হেলাল অভিযোগ করেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ জনগণের কণ্ঠরোধ করে রেখেছে। প্রতিবাদের ন্যূনতম সুযোগও দেয়া হয়নি। শহীদরা কোনো অকারণ সংগ্রামে জীবন দেয়নি—তারা চেয়েছিল মৌলিক পরিবর্তন। ভবিষ্যতের নির্বাচন অতীতের মতো হবে না, জনগণ যাকে চাইবে, তাকেই ক্ষমতায় আনতে হবে।”
তিনি বলেন, “যদি প্রধানমন্ত্রীই আবার সব ক্ষমতার নিয়ন্ত্রণে থাকেন, তাহলে আরেকটি স্বৈরাচার জন্ম নেবে। সেই সুযোগ আর এ দেশের জনগণ দেবে না।”
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান করে জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করেন মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন, মাওলানা হাবিবুর রহমান, শামীম কবির, সৈয়দ গোলাম গোফরান, হাফেজ জাবের হাসান, জাহাঙ্গীর কবীরসহ আরও অনেকেই। বক্তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “এই রক্তের ঋণ কোনোদিন ভোলা যাবে না—সেই চেতনায় আমাদের পথচলা অব্যাহত থাকবে।”