শেখ হাসিনার বিচার দাবি করে এনসিপির পথসভা, নদী-সীমান্ত সুরক্ষা আন্দোলনের ঘোষণা

Spread the love

গত ১৬ বছরে মানুষের অধিকার হরণ, গুম-খুন ও দমন-পীড়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা দীর্ঘদিন ধরে রাষ্ট্রশক্তি ব্যবহার করে মানুষের কণ্ঠরোধ করেছেন। যারা সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিল, তাদের গ্রেপ্তার না করে বরং পুনর্বাসনের চেষ্টা চলছে। এই সব চেষ্টা গণ-অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্র হিসেবে প্রতিহত করতে হবে।”

তিনি জানান, “আমাদের এই দল গঠনের প্রয়োজন ছিল না। কিন্তু জুলাই-আগস্টের গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ ও সাধারণ মানুষের আহ্বানে এনসিপি গঠিত হয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণেরা নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়তে চায়, লালমনিরহাটকে এগিয়ে নিতে চায়। এই লড়াইয়ে আমরা একসঙ্গে থাকব।”

ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, “ভারত অন্যায্যভাবে আমাদের নদীর পানির হিস্যা দেয় না। এনসিপির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে। আমরা এ অঞ্চলের মানুষের অধিকার আদায় করেই ছাড়ব।”

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে অনুষ্ঠিত পথসভায়ও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজ-দখলদারদের পক্ষ নেবে, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান গড়ে তোলা হবে।”