সোনার তৈরি ঘোড়া বিক্রির নামে টাকা আত্মসাত, ৩ প্রতারক গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট
সোনার তৈরি ঘোড়া, হরিণসহ বিভিন্ন মূর্তিসহ শতাধিক স্বর্ণের গহনা বিক্রির কথা বলে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত গভীররাতে নগরীর কাউনিয়ার টেক্সটাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগীর হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বরিশালের চাঁদপাশা গ্রামের রিয়াজ হাওলাদার (৪৫), চরকাউয়ার বাসিন্দা শ্যামল হাওলাদার (৭৩) ও মনির মজুমদার (৪৪)।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগীর হোসেন বলেন, কয়েক দিন আগে সোহরাব হোসেন গাজী নামে এক বৃদ্ধকে স্বর্ণের মূর্তিসহ গহনা দেখিয়ে তা কম দামে কিনতে লোভ দেখায় অভিযুক্তরা। এরপর স্বর্ণের গহনা বাবদ ৫ লাখ টাকা দাবি করে দুই লাখ টাকা নেয় প্রতারকরা।

এই ঘটনা প্রতারণা বুঝতে পেরে ভূক্তভোগী ব্যক্তি পুলিশে জানালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।