করোনা উপসর্গ: শেবাচিম হাসপাতালে ২জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- ভোলার চরফ্যাশন উপজেলার এক তরুনী (২০) ও বরগুনার বামনা উপজেলার ৭২ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা।
হাসপাতাল সূত্রে জানাগেছে, ভোলার চরফ্যাশনের বাসিন্দা তাসলিমা (২০) গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। এরপর বৃহষ্পতিবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।
অপরদিকে বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) শুক্রবার (১৫ মে) ভোর ৪ টা ১০ মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হয়। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে শের ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *