বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভুক্তির দাবীতে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভুক্তির দাবীতে বরিশালে মানববন্ধন করেছেন শিক্ষানবীশ আইনজীবীরা। মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শিক্ষানবীশ আইনজীবী সমম্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষানবীম আইনজীবীরা বলেন, বিগত তিন বছর যাবত বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভূক্তকরন না করায় নবীন আইনজীবীরা পেশাগত সনদ পাচ্ছেন না। করোনা সংকটের কারনে ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্নদের লিখিত পরীক্ষা গ্রহন করা যাচ্ছেনা। এমন পরিস্থিতিতে ওই দুই পরীক্ষায় উত্তীর্নদের বার কাউন্সিলে তালিকাভূক্ত করে গেজেট প্রকাশের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
বরিশাল জেলা বার এ্যাসোসিয়েশনের শিক্ষানবীশ আইনজীবীদের সমন্বয়কারী মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী মোঃ সরোয়ার হোসেন, সোনিয়া আক্তার, মোঃ মাসুদ খান, মোঃ রিয়াজ হোসেন, ইসরাত জাহান ডলি, প্রদিপ চন্দ্র হালদার, মোঃ মাইনুল হোসেন রিন্টু, তুষার রঞ্জন পাল, সোনিয়া আক্তার মুনা, রিপন হালদার, অনুপ চন্দ্র শীল, দুলাল বনিক, মোঃ রেজাউল করিম, হিমেল অধিকারী, মোঃ আল আমিন হোসেন, গোপাল চন্দ্র শীল, মোঃ সুজন খান, মোঃ মিজানুর রহমান, সালমা আক্তার,সাদিয়া আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *