খোয়া যাওয়া ৫০ হাজার টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় গত ১০ অক্টোবর মর্মান্তিক সড়ক দূর্ঘটনা গুরুতর আহত হন পেঁয়াজ ব্যবসায়ী নয়া মাতব্বরসহ ৩জন। দূর্ঘটনার সময় স্থানীয় দুইজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী নয়া মাতব্বরের সাথে থাকা ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। খোয়া যাওয়া ওই টাকা উদ্ধারে তৎপর হন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া। অবশেষে দুই সপ্তাহ পর বৃহস্পতিবার খোয়া যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে আহত ওই ব্যবসায়ীর স্বজনদের কাছে বুঝিয়ে দেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া।


ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ব্যাতাল গ্রামের আহত ব্যবসায়ী নয়া মাতব্বরের পিতা সিরাজ মাতব্বর জানান, গত ১০ অক্টোবর বরিশাল শহরে পেঁয়াজ বিক্রি করে পিকআপ যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গৌরনদীর আশোকাঠী এলাকায় পৌঁছলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা গুরুতর আহত হয় তার পুত্র নয়া মাতব্বর, চালক ও হেলপার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার পুত্রের (নয়া মাতব্বর) কাছে থাকা ৫০ হাজার টাকা উদ্ধারকারীদের মধ্যে দুই জনে নিয়ে যায়। পরবর্তীতে তার পুত্র নয়া মাতুব্বরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে অপারেশন করে তার একটি পা কেটে ফেলেন চিৎিসকরা।


গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, দূর্ঘটনার ৩ থেকে ৪দিন পর আহত নয়া মাতব্বর এর পিতা সিরাজ মাতব্বর দূর্ঘটনাকালে তার ছেলের নিকট থাকা ৫০ হাজার টাকা কে বা কারা নিয়ে যায় বলে অবহতি করেন। তাৎক্ষণিক তার নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধারে তৎপর হয়।


প্রায় দুই সপ্তাহ চেষ্টা শেষে আমরা টাকা লুকিয়ে ফেলা দুই জনকে শনাক্ত করতে সক্ষম হই। এক পর্যায়ে তারা আত্মসাতকৃত টাকা ফেরত দিয়ে তাদের নাম প্রকাশ না করতে অনুরোধ করেন।
তাদের ভুল বুঝতে পারে এবং এমন কাজ আর কখনো করবে না বলেও অঙ্গীকার করেন। পরে আহত নয়া মাতব্বরের পিতা সিরাজ মাতব্বরের হাতে পূরো টাকা বুঝিয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *