বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ফি আদায়, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রাণঘাতী করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বরিশালে নানা অযুহাতে ফি আদায়ের অভিযোগ উঠেছে। টিউশন ফি, পরীক্ষার ফি, অ্যাসাইনমেন্ট ফি এর নামে স্কুল কলেজে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের কাছে অর্থ দাবী করছে। এর প্রতিবাদে বরিশাল নগরীতে বুধবার মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।


নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে বেলা ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা সভাপতি সাগর দাশ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার, জেলা সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ, সাইদুল ইসলাম, সুমাইয়া আক্তার প্রমূখ।


মানববন্ধনে বক্তরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও নগরীর মথুরানাথ পাবলিক স্কুল, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর গার্লস হাই স্কুল, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ আলতাফ মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দা মজিদুন্নেছা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা খাতের ফি এর নামে ৩০০০ টাকার অধিক আদায় করছে। ফি প্রদান না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত করারও হুশিয়ারি দিয়েছেন ক্লাস টিচাররা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *