প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি পাচ্ছেন ববি শিক্ষার্থীরা

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন বরিশাল বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন প্রাথমিক ভাবে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও সিএসই বিভাগের চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি প্রদানের উদ্বোধন করেন।


এর মাধ্যমে বরিশাল বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে একাডেমিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যেতে পারবে। একই সময়ে উপাচার্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন।


বরিশাল বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক (চ.দা) ফয়সাল মাহমুদ জানান, পর্যায়ক্রমে বাকি বিভাগের শিক্ষার্থীদেরকেও প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদান করা হবে। তিনি জানান, ইতোপূর্বে বিশ্বিবদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষার্থীদেরকে এ স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছিলো। বাকি বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের কার্যক্রম পুনরায় এর মাধ্যমে শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *