‘পাকিস্তানে জিন্নাহর ভাস্কর্য্য থাকলে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য বৈধ’

Spread the love

নাগরিক রিপোর্ট: বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, পাকিস্তানে জিন্নাহর ভাস্কর্য্য থাকলে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য থাকার বৈধতা আছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গার হুমকি দিচ্ছেন তাদের উচিত আগে পাকিস্তানে গিয়ে জিন্নাহ’র ভাস্কর্য্য হারাম বলে সেটা ভেঙ্গে দেয়ার ফতোয়া দেয়া।


শনিবার বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত শোকসভায় রাশেদ খান মেনন এমপি ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন। পার্টির পলিটব্যুরো সাবেক সদস্য শ্রমিক নেতা কমরেড সফিউদ্দীন আহমেদ, কমরেড আবুল হোসেন এবং কমরেড সিরাজুল ইসলাম স্মরনে এ শোকসভার আয়োজন করা হয়।


রাশেদ খান মেনন এমপি আরও বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ আদেশ দিয়েছিলেন, একমাত্র ইসলামী ফাউন্ডেশনই ফতোয়া দেয়ার সামর্থ্য রাখে। যেসব আলেমরা এখন ফতোয়া দিচ্ছেন তাদের বিষয়টি স্মরন করিয়ে দেয়া উচিত, ফতোয়া দেয়ার এখতিয়ার তাদের নেই। সরকারের উচিত এইসব ফতোয়াবাজদের একাত্তরের ভূমিকাও স্মরন করিয়ে দেয়া। একাত্তরে তারা ফতোয়া দিয়েছিলেন মুসলিমলীগের বিরুদ্ধে ভোট দেয়া হবে মসজিদ ভাঙ্গার সমান অপরাধ।


ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলুর সভাপতিত্বে স্মরন সভায় আরও বক্তৃতা করেন জেলা সাধারন সম্পাদক টিপু সুলতান, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন, ফাইজুল হক বালি, সীমা রাণী শীল, ছাত্রমৈত্রী নেতা শামিল শাহরোখ তমাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *