পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

Spread the love

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান এর সভাপতিত্বে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দিকে গুরত্ব দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে।

পটুয়াখালীতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি মনোযোগী করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্য জেলার চেয়ে পটুয়াখালীতে করোনায় আক্রান্তরে সংখ্যা কম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খান বলেন, আমাদের দেশে অনেক বিজ্ঞানী রয়েছেন, যাদের নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করায় বাংলাদেশের কিশোর সাদাত রহমান আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে । সিয়াম রহমান নামের একজন শিক্ষার্থী করোনা সনাক্ত করন এ্যাপ তৈরি করেছে ।

আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতীফা জান্নাতী ।

অনুষ্ঠানে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.এফ.এম.আতিকুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি, এনডিসি, সহকারী কমিশনারবৃন্দ এবং মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *