বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

Spread the love

নাগরিক ডেস্ক:
শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অদ্য ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে এই পূজা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন হিন্দুধর্মালম্বী শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম, সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ, সদস্য গনিত বিভাগের সহকারী অধ্যাপক হেনা রানী বিশ্বাস, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার,

পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সমীরন রায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক পপি হালদার, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.তারেক মাহমুদ আবির, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক তানভীর কায়সারসহ অন্যন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *