বরিশালে শিক্ষাখাতে তিন দফা দাবীতে ছাত্রফ্রন্টের সমাবেশ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ৩ দফা দাবীতে সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসুচী পালিত হয়।
ছাত্র ফ্রন্টের ৩ দফা দাবী হচ্ছে যথাক্রমে- সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, অনলাইন ক্লাস-পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের ডিভাইস সরবরাহ ও বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান।


সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বরিশাল জেলা ছাত্র ফ্রন্টের সদস্য নীলিমা জাহান, সদস্য ইমদাদুল হক, মহিলা কলেজ এর সংগঠক অদিতি ইসলাম, সুখী আক্তার, আলেকান্দা সরকারি কলেজ সংগঠক লামিয়া সাইমুন, তালতলী অঞ্চল শাখার সদস্য মারিয়া আক্তার প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, অফিস আদালত, মার্কেট, শিল্পকারখানা সব কিছু খোলা থাকলেও বন্ধ রয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর করে শিক্ষা ব্যবস্থা পরিচালনার রোডম্যাপ দ্রæতত ঘোষণা করতে হবে। পাশাপাশি সকল শিক্ষার্থীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *