বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রেগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে মঙ্গলবার অনলাইনে প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।


এতে সিএসই বিভাগের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫০টি গ্রæপ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ এর সভাপতিত্বে কনটেস্ট এর স্পিকার হিসেবে যুক্ত ছিলেন নেটওয়ার্কিং এন্ড আইটি বিভাগের পরিচালক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল।

প্রোগ্রামিং কনটেস্ট ২০২১ এ প্রথম হয়েছেন সিএসই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারহান সাকিব, দ্বিতীয় স্থান অধিকার করেন সিএসই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর, এবং তৃতীয় স্থান অধিকার করেন একই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *