বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট:
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সোমবার বরিশালে ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।


সকাল ১০ টায় বরিশাল নগরীর টাউন হল সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।


সমাবেশে সংগঠনের মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৫ মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা কোন উন্নয়নশীল দেশের জন্য সুখকর নয়। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা অনলাইন গেমস, মাদক সেবন, ইভটিজিং সহ কিশোর গ্যাং এর মাধ্যমে নানা ধরনের অপরাধে জড়িয়ে পরছে। দীর্ঘদিন লকডাউনের বদৌলতে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পরেছে। শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্থ। এমন যখন সার্বিক অবস্থা তখন নতুন করে ঘোষিত লকডাউন জনগনের কাছে মরার উপর খাঁড়ার ঘা।


তিনি বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান মাদকের আখড়া ও গোয়ালঘরে পরিনত হয়েছে। এগুলো প্রমান করে দেশের শিক্ষা ব্যবস্থা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি প্রিন্সিপাল সুলতান মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ববি সভাপতি এস এম তৌহিদ বাশার, ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *