খুনের শিকার মুক্তিযোদ্ধা দেলোয়ারকে গার্ড অব অর্নার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় জড়িত আকবর সেপাইয়ের স্ত্রী আকলিমাকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে উজিরপুর থানা পুলিশ। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। এদিকে লাশ নিজ বাড়ীতে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পরে তার স্বজনরা। শোকের ছায়া নেমে আসে এলাকায়।


শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বামরাইল ইউনিয়নের আটিপাড়ায় ফাজিল মাদ্রাসার মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করে পারিবারিক কবরস্থানে মুক্তিযোদ্ধা দেলোয়ারের লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার হামলায় পরিবারের সকলে গুরুতর আহত হওয়ায় কেউ জানাযায় অংশগ্রহন করতে পারেননি।


প্রশাসনের পক্ষে গার্ড অব ওনার প্রদান করেন এস আই জসিম উদ্দিনসহ সংঙ্গীয় ফোর্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ।
জানাযায় অংশ নেয়া শত শত সাধারণ মানুষ হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।


উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। হত্যাকান্ডে জড়িত একজন নারী আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *