বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

Spread the love

নাগরিক রিপোর্ট
বরিশাল নড়াউা ৯টি স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা খাবার দুপুরে বিতরণ করে আসছে। এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সোমবার দুপুর ২টায় কীর্তনখোলা নদীর তীরে ৩০ গোডাউন বধ্যভূমি নদীর পারে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন জেলা প্রশাসক।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সহকারী কমিশনার নিরুপম মজুমদারসহ ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।


লকডাউনকালীন তাদের সমন্বিত উদ্যোগের নাম ‘ইয়ূথ ফর কোভিড রেসপন্স, বরিশাল’। আয়োজক সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল বøাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্াস, অসহায় মানুষের পাশে। গত ৮ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *