বরিশালে বিরল প্রজাতির তক্ষকসহ ৫জন গ্রেপ্তার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার নগরীর ধান গবেষণা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বন্যপ্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।


সোমবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নগরীর ২৪ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে কোতয়ালি মডেল থানা পুলিশ। এক পর্যায় ধান গবেষণা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন বিএমপির সদস্যরা।


গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. ছালেক হাওলাদার (৫৫), মো. দেলোয়ার হোসেন (৩৩), মো. নিজাম উদ্দিন দুরানী (৩৪), মো. সুমন আকন (৩২) ও হনুফা বেগম (২৫)। তাদের কাছ থেকে বন্যপ্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *