ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছেন বরিস জনসন। এর মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে দলীয় নেতা নির্বাচনে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে লন্ডনের সাবেক মেয়র জনসন বিপুল ভোটের ব্যবধানে হারান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) নানা সমীকরণের প্যাঁচে পড়ে প্রধানমন্ত্রী তেরেসা মে’কে সরে দাঁড়াতে হচ্ছে; বুধবার তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বরিস জনসন। এর আগে সোমবার বিকেল পর্যন্ত জেরেমি হান্ট ও বরিস জনসন- এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজনকে জয়ী করতে ভোট দেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকরা। এর মধ্যে ৯২ হাজার ১৫৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বরিস জনসন। আর ৪৫ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে হেরেছেন ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তিনি ভোট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *