মনপুরায় ৬০ কেজির কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

Spread the love

নাগরিক রিপোর্ট:
দ্বীপ জেলা ভোলার মনপুরায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের একটি জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে। রোববার দুপুর ১২টায় পঁচা কোড়ালিয়া বিটের আওয়তায় বাসনভাঙ্গা বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ।

পরে বিকেল ৪টায় মনপুরায় দক্ষিনা হাওয়া সী বিচ সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঁচা কোড়ালিয়া বনবিভাগের বিট কর্মকর্তা আব্বাস আলী।

তিনি জানান, রোববার ভোর থেকে মেঘনা নদীতে বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ আটকে আছে এমন সংবাদ জানান জেলেরা। পরে পঁচা কোড়ালিয় বিট এর টহল টিম নিয়ে বাসনভাঙ্গা চরে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বিটে নিয়ে আসি। অক্ষত থাকায় মনপুরা দখিনা হাওয়া সী বিচে মেঘনা নদীতে স্থানীয় জন সাধারণের উপস্থিতে অবমুক্ত করা হয়েছে ।

মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, পঁচা কোড়ালিয়া বিটের বন কর্মীরা যে কচ্ছপটি উদ্ধার করেছেন সেটি জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ। মনপুরা থেকে বিচ্ছিন চর বাসনভাঙ্গা চর থেকে উদ্ধার করে মনপুরার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *