পাথরঘাটায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

Spread the love

পাথরঘাটা সংবাদদাতা ॥ বরগুনার পাথরঘাটায় রুমা বেগম (২২) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জামাল মৃধা ও শাশুড়ি আছিয়া বেগমের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুমা উপজেলার কামারহাট গ্রামের মো. শাহেদ গাজীর মেয়ে। মৃত্যু রুমা বেগমের বড় বোন সুরমা বেগম জানান, তিন বছর আগে ৯ নম্বর ওয়ার্ডের হাবিব হাবিব মৃধার ছেলে জামাল জামাল সঙ্গে তার ছোট বোন রুমার বিয়ে হয়। তাদের রিফাত নামে একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই জামাল ও তার মা রুমাকে যৌতুকের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।
রোববার সকালে রুমার ছেলে রিফাতের অসুস্থতার খবর জানতে ফোন দিলে রুমা অপর প্রান্ত থেকে জানায় তার শাশুড়ি ও স্বামী তাকে অনেক মারধর করেছে। তারা যেন তাকে তাড়াতাড়ি এ বাড়ি থেকে নিয়ে যায়। তাৎক্ষণিক জামালের বাড়িতে গিয়ে দেখা যায়, কিছু লোক রুমাকে কোলে করে ঘর থেকে বের করছে। পরে রুমাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কর্তাব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ঘটনার পর পরই শাশুড়ি ও স্বামী পালিয়ে যায়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ক¤েপলেক্সের দায়িত্বরত চিকিৎসক খালিদ মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *