নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যে বিএনপি শতভাগ আশ্বস্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে এখনো অনিশ্চয়তা রয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি—ডিসেম্বরে মধ্যে নির্বাচন চাই। রমজান, এসএসসি, এইচএসসি ইত্যাদি কারণে এপ্রিলের নির্বাচন বাস্তবসম্মত নয়।”
তিনি অভিযোগ করেন, “এটা এক ধরনের রাজনৈতিক চালাকি। এপ্রিলের পরে নির্বাচন না হলে ডিসেম্বরে ছাড়া আর সময় নেই। ফলে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সময় নির্ধারণ জরুরি।”
বিএনপির এই নেতা আরও বলেন, “আমরা রাজনীতিতে সমঝোতায় বিশ্বাস করি। যদি প্রয়োজন হয়, ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে—এ নিয়ে বিএনপির আপত্তি থাকবে না। কিন্তু প্রধান উপদেষ্টার কথায় যে ধরণের দ্বিধা দেখা যাচ্ছে, তা নিয়ে বিএনপি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না।”
অর্থনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, “দেশে এখন ব্যাংকে টাকা নেই, উন্নয়ন সহযোগীরা ইন্টারিম সরকারের সঙ্গে কাজ করতে অনাগ্রহী। আইনশৃঙ্খলা বাহিনী মানসিক চাপের মধ্যে রয়েছে। এই সংকট যদি দীর্ঘায়িত হয়, তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টিকে থাকা কঠিন হয়ে যাবে।”
মোশাররফ হোসেন দাবি করেন, “বিএনপি দ্ব্যর্থহীনভাবে বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তবে জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে প্রয়োজনীয় ছাড় দিতে বিএনপি প্রস্তুত।”