ড. ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষও খুশি নয়: রুমিন ফারহানা

Spread the love

বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট রুমিন ফারহানা। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকায় শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষও সন্তুষ্ট নয়।

সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে রুমিন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলো—এনসিপি বাদে—প্রায় সবাই সরকারের নানা কর্মকাণ্ডে অস্বস্তি বোধ করছে। এমনকি ড. ইউনূসের ভূমিকায় জনমনে অসন্তোষ রয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তোলে, কবে নির্বাচন হবে, কবে স্থিতিশীলতা আসবে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। “ইকোনমিস্ট জানিয়েছে, একটি বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। বিবিসির সাম্প্রতিক সাক্ষাৎকারে ড. ইউনূসকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।”

লন্ডনে অনুষ্ঠিত ‘ঐক্যমত বৈঠক’-এর প্রসঙ্গ টেনে রুমিন বলেন, “ঐক্যমত কমিশন এখনও আশাবাদী হতে পারছে না। তারা জুলাই সনদ ঘোষণা করতে চাইলেও পারেনি। বিএনপি ইতিমধ্যে ছাড় দিয়েছে—একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এটা তো বিরাট রাজনৈতিক ছাড়। এখন প্রশ্ন হলো, সরকার কী ছাড় দিয়েছে?”

এ সময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া ভোটে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে রুমিন বলেন, “বিএনপি মনে করে, কাগজে-কলমে নিষিদ্ধ নয়, জনগণের রায়ই শেষ কথা। মানুষ বুঝে কার পক্ষে দাঁড়াতে হবে। যদি জনগণের ওপর ছেড়ে দেওয়া হতো, তাহলে সবচেয়ে ভালো হতো।”