“দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না”—উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠা দেখাতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাহিনীর ভেতরে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল বিভাগে কর্মরত পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, “হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ছুটিতে ব্যক্তিগত কাজে সরকারি মোটরসাইকেল ব্যবহার, পুলিশের পোশাকে ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করা কিংবা নিজেকে প্রকাশ্যে পুলিশ পরিচয় দিয়ে প্রচার করা—এসব থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
কল্যাণ সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় আইজিপি ঝুঁকি ভাতা, সুদমুক্ত লোন, চিকিৎসা সুবিধা, ছুটি, বেতন-রেশনসহ বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশ বাহিনীর দায়িত্বশীল আচরণকে ইতিহাস মনে রাখবে। আগামী জাতীয় নির্বাচনেও সকল সদস্যকে সৎ ও নিষ্ঠাবান ভূমিকা পালন করতে হবে।”
পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম আইজিপিকে সম্মাননা স্মারক প্রদান করেন। আইজিপি এরপর পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন।
সফরের অংশ হিসেবে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল জেলা পুলিশ, ১০ এপিবিএন, আরআরএফ এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এ ছাড়া দুপুর ৩টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।