চাঁদাবাজি: র‌্যাবের হাতে অস্ত্রসহ যুবক আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ প্রশাসনের সোর্স পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদাবাজির অভিযোগে মো: ইমরান নামে এক ব্যক্তিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার মধ্যরাতে তাকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভান্ডারিয়ার বাসিন্দা মোঃ ইমরান ওরফে এমরান সওদাগর(৩০) বাড়ীতে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে। র‌্যাবের আভিযানিক দল মঙ্গলবার রাত ২টায় ইমরানকে বাড়ি থেকে আটক করে। পরে তার বাসা তল্লাশি করে বাজারের শপিং ব্যাগের মধ্য থেকে ২টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড কার্তুজ, ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪শ গ্রাম গাঁজা পাওয়া যায়।
র‌্যাব জানায় আটক ইমরানের তার নামে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *