সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম গ্রেড দাবীতে বরিশালে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট
বরিশালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার সকালে এ মানববন্ধন আয়োজন করেন বরিশাল জেলা স্কুল, সদর গার্লস, কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আকতার, সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ আঃ মান্নান, মোহাম্মদ সোহরাব হোসেন।
আরও উপস্থিত ছিলেন সরকারি মাধ্যমিকে অবিসংবাদিত নেতা মোঃ গোলাম হোসেন, আঞ্চলিক নেতা মো: আকতারুজ্জামান এবং মোঃ এ রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদে নবম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিকের এ শিক্ষক পদটি। এ ধরনের বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন করতে হবে।