র‌্যাবের হাতে জেএমবি সদস্য গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মুলাদী উপজেলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির দাওয়াতী শাখার এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৮ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুলাদীর দক্ষিণ কাজীরচর থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যর নাম সুলতান নাসির উদ্দিন (৩৯)। সে দক্ষিণ কাজীরচর গ্রামের মো. হযরত আলীর ছেলে।
র‌্যাব- ৮ সুত্র জানিয়েছে, মো. নাসির উদ্দিন ২০১০ সাল থেকে জেএমবির সঙ্গে জড়িত। বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর আড়ালে তিনি দেশের বিভিন্ন স্থানে জেএমবির দাওয়াতী কার্যক্রম চালাতো। গ্রেফতারের সময় তার কাছ থেকে সংগঠনের উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৮ বরিশালস্থল সদর দফতর থেকে জানানো হয়, নাসির উদ্দিন ১৯৯৬ সালে মুলাদীর পোদ্দারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে নিজ এলাকায় দর্জির কাজ করতেন। পরে তিনি ঢাকায় গিয়ে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করার সময় ২০১০ সালে জেএমজির সঙ্গে জড়িত হন। ২০১৫ সালে সংগঠনটির দাওয়াতি সদস্য হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *