কালকিনিতে দুই মাস পর কবর থেকে ছাত্রের লাশ উত্তোলন

Spread the love

গৌরনদী সংবাদদাতা ॥ মাদারীপুরের কালকিনিতে দুইমাস আটদিন পরে কবর থেকে পূনরায় ময়না তদন্তের জন্য মোঃ মহসিন মাতুব্বর-(১৭) নামের এক কলেজ ছাত্রের লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে চরফতে বাহাদুর গ্রাম থেকে তার মরদেহ তোলা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের করিম মাতুব্বরের কলেজ পড়–য়া ছেলে মোঃ মহসিন মাতুব্বর গত ১৬ জুন বিকেলে বিদ্যুৎ স্পৃষ্টে মাড়া যায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। কিন্তু ময়না তদন্তে ওই কলেজ ছাত্রতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট পেস করেন। পরে নিহতের পিতা করিম মাতুব্বর বাদি হয়ে কালকিনি থানায় ৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে আসামী পক্ষের লোকজনের ও এলাকাবাসীর মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে মামলার তদন্ত কারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ আদালতে পূনরায় ওই কলেজ ছাত্রের ময়না তদন্তের জন্য আবেদন করেন। পরে আদালত ওই কলেজ ছাত্র মহসিনের লাশ পূনরায় ময়না তদন্তের জন্য অনুমতি প্রদান করেন। এ অনুমতিক্রমে কবর থেকে নিহতের লাশ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট মোঃ শাহরিয়ার ও কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ। এ ব্যাপারে মামলার তদন্ত কারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ বলেন, আদালত অনুমতি দেয়ায় নিহতের লাশ পূনরায় উদ্ধার করে ময়না তদন্দের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *