সাব-রেজিস্ট্রি অফিসে হামলা: ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের গৌরনদীতে ৩ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগ এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় তাদের বহিস্কার করা হয়েছে।
ছাত্রলীগ বরিশাল জেলা শাখার সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই বিজ্ঞপিতে জানানো হয়েছে যে, সরকারি গৌনরদী কলেজ ছাত্রলীগ এর সভাপতি মো. সাখাওয়াত হোসেন সুজন ও গৌরনদী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা এবং গৌরনদী কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগের কর্মী মো. সুমন মোল্লা মাহমুদকে সরকারি কাজে বাধা প্রদান ও ভাংচুর করার অভিযোগে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। তবে ছাত্রলীগের দায়িত্বশীল সুত্রে জানা গেছে, গত রোববার গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসে হামলা ও ভাংচুর চালায় ওই ৩ ছাত্রলীগ নেতাসহ বেশ কয়েকজন। এমনকি তাদের বিরুদ্ধে গৌরনদী সাবরেজিস্ট্রার মামলাও দায়ের করেছেন। ওই ঘটনার জেরে ৩ ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয় দল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *