রোহিঙ্গা সংকট নিয়ে ববিতে সেমিনার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে “রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা” শীর্ষক সেমিনার । ইতিহাস ও সভ্যতা বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে এ সেমিনারের অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। সভাপতিত্ব করেন ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *