ভাগ্য ফিরলো না বরিশালের কুলসুমসহ ১৮ নারীর

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ভিটেমাটি বিক্রি করে সংসারের স্বচ্ছলতার আশায় পরিবারের মুখে একটু হাসি ফোটানোর উদ্দেশ্যে বরিশালের কুনসুম এর মত ওরা ১৮ নারী পাড়ি জমায় মরুর দেশ সৌদি আরবে। অবশেষে কফিলদের শারীরিক নির্যাতন সইতে না পেরে দেশে ফিরেছেন ১৮ জন নারী কর্মী। বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে EK582 বিমানে করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিমান বন্দরের প্রবাসী কল্যান ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেনের কাছে তারা বলেন, নির্যাতন ছিল নিত্যদিনের। সাথে তারা খাবার দিতনা। যা দিত তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এরকম করে আর কতদিন বাঁচা যায়! তাই জীবনটা নিয়ে দেশে ফেরা। ১৮ জনের ভিতর কুলসুম (বরিশাল), শিরিন (লালমনিরহাট), হোসনে আরা (চাঁদপুর), রুবিনা (মাদারীপুর) এর নাম পাওয়া গেছে। পরে প্রবাসী কল্যান ডেস্কের পক্ষ থেকে তাদের খাবার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *