নগরীতে ১৪ মৃৎশিল্পীকে সম্মাননা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের শেষদিন শনিবার ১৪ মৃৎশিল্পীকে সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানে শিল্পী বলহরি সাহা স্মৃতি আজীবন সম্মাননা পেয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার মৃৎশিল্পী ধীরেন্দ্র নাথ পাল এবং চিত্র শিল্পী চিত্ত হালদার আজীবন সম্মাননা পেয়েছেন বাকেরগঞ্জ উপজেলার মহেষপুরের মৃৎশিল্পী উষারাণী পাল। অপর ১২ মৃৎশিল্পীকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
শনিবার মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের শেষদিনে অশ্বিনী কুমার হলে সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।
বরিশাল চারুকলার সাবেক সভাপতি দিপাংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মৃৎশিল্পী সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডীন নিসার হোসেন, বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক, চিত্রশিল্পী মনিরুজ্জামান মনির, শিল্প সমালোচক মনিরউদ্দিন খালেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী বিশ্বেসর পাল।
প্রধান অতিথি অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, শিল্পীদে জীবনদ্দশায় তাদের বাঁচিয়ে রাখার কোন পদক্ষেপ নেয়া হয়না। এটি দু:খজনক। মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উপলক্ষে আয়োজিত মেলায় দেড়শতাধিক মৃৎশিল্পী তাদের তৈরী রকমারি পণ্যনিয়ে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *