‘রাজনীতির পথ ধরেই অর্থনীতিতে দুর্বৃত্তায়ন’

Spread the love

‘রাজনীতির পথ ধরেই
অর্থনীতিতে দুর্বৃত্তায়ন’
নাগরিক রিপোর্ট ॥ বরিশালে ওয়ার্কার্সপার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এমপি বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল তা আর থামেনি। রাজনীতির সেই দুর্বৃত্তায়নের পথ ধরেই এখন অর্থনীতিতেও দুর্বৃত্তায়ন হয়েছে। দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী দুর্বৃত্তরা আজ চরম শক্তিশালী ও বেপরোয়া। রাষ্ট্রের কৃষক-শ্রমিক-মেহনতি জনতার সম্পদ লুণ্ঠন করে তারা সম্পদের পাহাড় গড়েছে। রোববার ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় মেনন আরও বলেন, ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সবসময় এসব দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে জোটে থাকলেও দলীয় হাতুড়ি প্রতীক নিয়েই নির্বাচন করবে ওয়ার্কার্স পার্টি।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নজরুল হক নিলু ও বিকল্প সদস্য আবদুল খালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *