‘ঝুঁকিপূর্ণ ৩৮ কাজে শিশুদের বিরত রাখার উদ্যোগ’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, শিশুদের ঝুকিপূর্ন কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। দেশের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত ৩৮টি কাজে শিশুদের বিরত রাখার চেস্টা চলছে। বাংলাদেশ থেকে শিশুশ্রম নিরসনেও বিভিন্ন মন্ত্রনালয় কাজ করছে। শনিবার বরিশাল সার্কিট হাউজে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী রক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্য শীর্ষক এক কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *