বিটিশ শোষনের নিদর্শন ‘আইস হাউজ’

Spread the love

সৈয়দ জুয়েল ॥ বরফ ঘর, নাম ফলক দেখলে একটু প্রশান্তির ভাব আসে,বাস্তবে পুরোটাই উল্টো। ১১৮৪ সাল,ব্রিটিশ যখন আয়ারল্যান্ড শাসন করতো,সে সময়ের কথা। ব্রিটিশ রাজা ছিলেন ম্যাকডরমেটস। এই বরফ ঘরটির অদূরেই ছিল তখনকার জেলখানা।এটা ঐ জেলখানারই অংশ। নানান অপরাধে যাদেরকে জেলে নিয়ে আসা হত,অপরাধের ধরন বুঝে বিভিন্ন স্বাস্তি দেয়া হত। এই বরফ ঘর তারই অংশ,এখানে আসামীদের ভিতরে ঢুকিয়ে দিয়ে বরফ পানি ছেড়ে দিত। এমনিতে আয়ারল্যান্ড শীত প্রধান দেশ,তার উপর এ বরফে আসামীদের শারীরের উপর কিরকম প্রভাব পরতো,সহজে অনুমেয়। ব্রিটিশ শাসনের হাজারো নির্যাতনের নিদর্শনের কালের স্বাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। রোজকমন কাউন্টির বয়লি শহরে ৮৩৫ বছরের পূরানো এ জেলখানার বরফ ঘরের সামনে পর্যটকরা যখন আসেন,থমকে দাঁড়ান একটু।নির্যাতনের সে সময়ের কথা ভেবে শিউরে উঠেন। চাপা ক্ষোভ,দীর্ঘশ্বাসে বিবেকের তারগুলো করুন সুরে জাগ্রত হয়ে ব্রিটিশ শোষনের কথা মনে করিয়ে দেয় আরো একবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *