বাংলাদেশ-শ্রীলংকা অনুর্ধ-১৯ ম্যাচ আজ ॥ বৃস্টিতে শংকা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মাধ্যমে ইতিাস সৃস্টি হতে যাচ্ছে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। আজ শনিবার শুরু হতে যাচ্ছে ৪ দিনের বাংলাদেশ-শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ যুব আন্তর্জাতিক ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দল ম্যাচে মুখোমুখি হতে বরিশালে অবস্থান করছে। এদিকে বৃস্টির কারনে শুক্রবার অনুশীলনে নামতে পারেনি কোন দলই। দিনভর বৃস্টির কারনে শংকিত ক্রিকেট প্রেমীরাও। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে নয়টায় শুরু হবে চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল-ব্যাটের লড়াই।
এদিকে শুক্রবার বিকেলে দুই দলের মধ্যে ম্যাচের ট্রফি উন্মোচন হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো অর্ডিনেটর, শামীম কালাম আজাদ প্রমূখ।
আয়োজকরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় ম্যাচের উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। স্টেডিয়ামে বিনামুল্যে আন্তর্জাতিক ম্যাচ দেখার আগ্রহে ক্রিকেট প্রেমীদেরও তর যেন সইছে না। শুক্রবার বৈরি আবহাওয়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ন্যায় উভয়দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো জানান, খেলোয়াড়দের থাকা-খাওয়া এবং অনুশীলন ও নিরাপত্তার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। তবে শুক্রবার দিনভর বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো উভয়দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তিনি বলেন, প্রবেশ মুল্য না থাকায় ৪ দিনের এ ম্যাচ দেখতে বরিশালের সর্বস্তরের মানুষ স্টেডিয়ামে আসবেন বলে তিনি আশা করেন।
বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর শামীম কালাম আজাদ বলেন, উভয়দেশের খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে আনা ও স্টেডিয়াম থেকে মাঠে নেয়ার ক্ষেত্রে বরিশালের চৌকস নিরাপত্তা বাহিনী বিসিবি’র সিকিউরিটি কাঠামো মেনে তাদের দায়িত্ব পালন করছেন।
জেলা ক্রিড়া সংস্থার তথ্যমতে, বরিশাল স্টেডিয়ামের অবকাঠামো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সমতূল্য। কীর্তনখোলা নদীর তীরে নগরীর চাঁদমারীতে ১৯৬৬ সালে প্রায় ২৫ একর জমিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম নির্মিত হয়। এরপর ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামটির আধুনিকায়ন করা হলেও এতদিন ঘরোয়া ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিকমানের ক্রিকেট পিচ, ৩৫ হাজান দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি, ড্রেসিং রুম ও ম্যাচ অফিশিয়াল রুম, ভিআইপি গ্যালারি, পাঁচতলা প্যাভিলিয়ন, তিনতলা প্রেসবক্স ও ফ্লাড লাইট সবই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *