বাংলাদেশ-শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দলের ম্যাচ পরিত্যাক্ত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বাংলাদেশ ও শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ যুব দলের বরিশাল ষ্টেডিয়ামের অনুষ্ঠব্য ৪ দিনের ম্যাচের শনিবার প্রথমদিন পরিত্যাক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে লাগাতার বৃষ্টি এবং শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু করা যায়নি। ফলে বরিশাল ষ্টেডিয়াম প্রতিষ্ঠার ৫৩ বছর পর সেখানে প্রথম আন্তর্জাতিক অনিশ্চিত হয়ে গেলো।
ম্যাচ রেফারী এস.এম রফিকুল ইসলাম শনিবার প্রথম দিন পরিত্যক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার আবহাওয়া উন্নতি হওয়ার ওপর নির্ভর করছে ম্যাচ শুরু হওয়ার বিষয়টি।
উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলংকা অনুর্ধ্ব- ১৯ দলের চারদিনের ম্যাচের মধ্যদিয়ে বরিশাল ষ্টেডিয়ামে প্রথমবারের যেকোন ফরম্যাটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে ম্যাচটি মাঠে গড়াত। বৈরী আবহাওয়ার কারনে উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত করা হয়।
এদিকে বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রিকেট ভক্ত গতকাল সকালে বরিশাল স্টেডিয়ামে আসেন। প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার খবর শুনে নিরাশ হয়ে ফিরে যান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *